ভারতে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় আরও ৩০ জন
প্রকাশ : ১৫ মে ২০২৩, ১৭:০৬
ভারতে বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় আরও ৩০ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের তামিলনাড়ু রাজ্যে বিষাক্ত মদপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক আরও ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এই ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে। ১৫ মে, সোমবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তামিলনাড়ু রাজ্যে দুটি পৃথক ঘটনায় কথিত বিষাক্ত মদপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন রাজ্যটির ভিলুপুরম জেলায় এবং চারজন চেঙ্গলপাট্টু জেলায় মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।


এছাড়া এই ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরও ৩০ জনেরও বেশি লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


এনডিটিভি বলছে, পুলিশ দাবি করছে অবৈধ মদ সরবরাহের জন্য দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে তারা, তাদের বিশেষ দল সন্দেহভাজন বাকি আসামীর সন্ধান পেতে কাজ করছে।


তামিলনাড়ু পুলিশের আইজি (নর্থ জোন) কানন বলেছেন, ‘যারা মারা গেছে তারা শিল্প-কারখানার মিথানল মিশ্রিত অবৈধ মদ খেয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।’


তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জানান, মদপানে মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং যারা চিকিৎসাধীন আছেন তাদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com