তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৯
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল।


তুর্কি কর্তৃপক্ষ বলছে যে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ৩১ হাজার ৯৭৪ জন নিহত হয়েছে। অন্যদিকে, সিরিয়ায় ৫ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ ও দেশটির সরকার।


১৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার রাতে আল-জাজিরার বরাতে এই তথ্য জানা গেছে।


ডব্লিউএইচও তুরস্কের ভূমিকম্পকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বর্ণনা করেছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলকে ইউরোপ অঞ্চল হিসেবে চিহ্নিত করেছে।


এদিকে, তুরস্কে ধ্বংসস্তূপ থেকে ৮ হাজারেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।


তুরস্ক থেকে আরও দুটি সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে উত্তর-পশ্চিম সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে জাতিসংঘকে সহায়তা দিতে সম্মত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আল-আসাদ।


জাতিসংঘের ধারণা, ভূমিকম্পের পর সিরিয়ায় ৫ দশমিক ৩ মিলিয়ন মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক এবং সিরিয়ায় প্রায় লাখেরও মানুষের জরুরি গরম খাবারের প্রয়োজন রয়েছে।


বিবার্তা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com