‘ভেবেছিলাম পারমাণবিক বোমা পড়েছে’
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৫
‘ভেবেছিলাম পারমাণবিক বোমা পড়েছে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখী তুরস্ক ও সিরিয়া। দেশ দুটিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। তন্মধ্যে তুরস্কে কমপক্ষে ১২ হাজার ৮৭৩ জন এবং সিরিয়ায় কমপক্ষে ৩ হাজার ১৬২ জনের মৃত্যু হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন হাজার হাজার মানুষ।


৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রাপ্ত ক্ষয়ক্ষতির পরিসংখ্যান বলে দেয় ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পে তুরস্ক কতটা বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছে। ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হওয়া তুরস্কের গাজিয়ানটেপের এক বাসিন্দা সোমবারের ভূমিকম্পকে তুলনা করেছেন পারমাণবিক বোমার বিস্ফোরণের সঙ্গে।


আল-জাজিরাকে তিনি বলেন, যখন ভূমিকম্প হয়েছিল, আমি ভেবেছিলাম যে শহরে একটি পারমাণবিক বোমা ফেলা হয়েছে। আমরা আমাদের বাড়ি হারিয়েছি, আমরা আমাদের প্রতিবেশীদের হারিয়েছি। আমাদের কম্বল আছে, পানীয় আছে, কিন্তু মানুষ এখানে ঘুমাতে পারছে না। কারণ কেউ তার বন্ধুকে, কেউ তার প্রতিবেশীকে হারিয়েছে এবং আরও বেশি মানুষ মারা যাচ্ছে।


এদিকে তুরস্কের সরকার, হোয়াইট হেলমেটস ও সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, দুই দেশে ভয়াবহ এই ভূমিকম্পে আহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে যে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে।


বিবার্তা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com