৪০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৩, ০৯:৫৭
৪০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের এক প্রতিরোধ যোদ্ধা দীর্ঘ ৪০ বছর পর ইসরাইলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন।


করিম ইউনুস নামে এই ফাতাহ আন্দোলনের কর্মকর্তাকে ইসরাইল বৃহস্পতিবার মুক্তি দেয়। খবর মিডলইস্ট মনিটর আইয়ের।


ফিলিস্তিনের যেসব ব্যক্তি এ পর্যন্ত দীর্ঘদিন ইসরাইলে কারা ভোগ করেছেন ফাতাহ আন্দোলনের এই নেতা তার অন্যতম।


ফিলিস্তিনের পশ্চিমতীর থেকে ১৯৮৩ সালে তাকে ইসরাইল আটক করে। বর্তমানে তার বয়স ৬৬ বছর। প্রথমে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হলেও পরে তা কমিয়ে চল্লিশ বছর করা হয়।


১৯৯৩ সালে সই হওয়া চুক্তি অনুসারে ইউনুসের ২০১৪ সালে মুক্তি পাওয়ার কথা ছিল। ওই চুক্তি অনুসারে ইসরাইলের কারাগার থেকে চারটি ব্যাচে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়ার বিষয়ে রাজি হয় তেলআবিব।


পশ্চিম তীর ও গাজা উপত্যকার বন্দিদের তিনটি ব্যাচ ইসরাইল থেকে মুক্তি পেলেও শেষ পর্যন্ত আটকে যায় করিম ইউনূসের ব্যাচ।


করিম ইউনুসের চাচাতো ভাই মাহের এখনো ইসরাইলি কারাগারে বন্দি রয়েছেন। তিনি ১৯৮৩ সাল থেকে কারা ভোগ করছেন।


বিবার্তা/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com