শিরোনাম
ইতালি উপকূলে ২৫০ অভিবাসী উদ্ধার
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ২২:৩৭
ইতালি উপকূলে ২৫০ অভিবাসী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইতালির উপকূল থেকে ২৫০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) রাত থেকে রবিবার (২৮ নভেম্বর) পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে কোস্টগার্ড।


দ্য নিউ আরব এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও সাগরের পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান চালাতে ১৬ ঘণ্টা সময় লেগেছে। মোট ২৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৪১ শিশু রয়েছে। উদ্ধার হওয়া অভিবাসীরা কোন দেশের তা জানায়নি ইতালি কর্তৃপক্ষ।


উল্লেখ্য, সম্প্রতি ইতালি উপকূলে নৌকায় করে আসা অভিবাসীদের সংখ্যা বেড়েছে। এতে অভিবাসীদের স্রোত ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আরো চাপের মুখে পড়েছে প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সরকার।


বিবার্তা/আশিক

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com