শিরোনাম
নতুন ৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে হামাস
প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ২১:২২
নতুন ৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে হামাস
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আরো নতুন চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। বুধবার (২০ অক্টোবর) এক টুইট বার্তায় এ খবর জানিয়েছে সশস্ত্র সংগঠনটি। খবর রেডিও তেহরানের।


ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, বুধবার চারটি নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে হামাস। সামরিক শক্তি বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে সংগঠনটি।


ফিলিস্তিনি গণমাধ্যম আরো জানিয়েছে, ইসরাইল দাবি করছে তাদের সর্বশেষ আগ্রাসনে গাজার প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আঘাতপ্রাপ্ত হয়েছে।কিন্তু বাস্তবে ১২ দিনের আগ্রাসনে গাজার ক্ষেপণাস্ত্র সক্ষমতার কোনো ক্ষতি হয়নি।


এর আগে গত শুক্রবার হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড জানিয়েছে, তারাও একটি নয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে। গত কয়েক সপ্তাহ ধরেই হামাস একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তবে নতুন ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা সম্পর্কে কিছু্ই জানানো হয়নি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com