শিরোনাম
নেপালে বন্যা-ভূমিধসে ৪৩ জনের প্রাণহানি
প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ২০:৩৮
নেপালে বন্যা-ভূমিধসে ৪৩ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নেপালে টানা ভারি বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ আছেন আরো ৩০ জন। বুধবার (২০ অক্টোবর) নেপাল পুলিশের মুখপাত্র বসন্ত কুমারের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


বসন্ত কুমার বলেন, রাজধানী কাঠমান্ডু থেকে সাড়ে তিনশ' কিলোমিটার পশ্চিমে সেতি গ্রামে বন্যায় দুইদিন ধরে ৬০ জন মানুষ আটকে আছেন। খারাপ আবহাওয়ার কারণে গতকাল উদ্ধারকর্মীরা গ্রামটিতে যেতে পারেনি। আজ তাদের উদ্ধারের চেষ্টা চলছে।


নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা হুমকালা পান্ডে জানিয়েছেন, গত তিনদিনের ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৪৩ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন ৩০ জন। এখনো অনেক স্থানে ভরি বৃষ্টি অব্যাহত রয়েছে। আমরা মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করছি। ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে।


ভারি বৃষ্টিতে নদীর পানি বেড়ে ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ভাসিয়ে নিয়ে গেছে। নেপালের টেলিভিশনের খবরে বন্যার পানিতে ফসল তলিয়ে যেতে দেখা গেছে।


বিবার্তা/আশিক/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com