শিরোনাম
‘তালেবানের পরমাণু অস্ত্র পাওয়ার পথ সুগম হয়েছে’
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৯
‘তালেবানের পরমাণু অস্ত্র পাওয়ার পথ সুগম হয়েছে’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করায় তালেবানের পরমাণু অস্ত্র পাওয়ার পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন।


সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বোল্টন।


মার্কিন গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা পাকিস্তানের নিয়ন্ত্রণও নিতে পারে। তার মানে হলো ১৫০টি পরমাণু অস্ত্র তালেবানের হাতে পড়তে পারে।


তিনি আরো বলেন, পাকিস্তানের ওপর চীনের যথেষ্ঠ প্রভাব রয়েছে। এখন চীন ভারতের ওপরও প্রভাব বিস্তার করছে। এমনকি ভারতের ওপর আরো চাপ সৃষ্টি করছে চীন। ওই অঞ্চলের জন্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।


বোল্টন বলেন, বাইডেন বিশ্ব দরবারে যুক্তরাষ্ট্রকে বিব্রত অবস্থায় ফেলে দিয়েছে। এখন মার্কিন মিত্ররা মনে করছে, নিজের প্রশাসনের বৈদেশিক নীতিতে বাইডেনের নিয়ন্ত্রণ আছে কী না। তবে অস্ট্রেলিয়ার সঙ্গে পারমাণবিক সাবমেরিন চুক্তির ব্যাপারে বাইডেনের নেয়া পদক্ষেপ অনেক ভালো।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com