শিরোনাম
সেলফ আইসোলেশনে ভ্লাদিমির পুতিন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:০১
সেলফ আইসোলেশনে ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কয়েকজন সহকর্মীর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সেলফ আইসোলেশনে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সাথে এ সপ্তাহে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠকের জন্য পরিকল্পনামাফিক তাজিকিস্তান সফরে আর যাচ্ছেন না তিনি। ক্রেমলিন মঙ্গলবার একথা জানিয়েছে। খবর রয়টটার্সের।


আফগানিস্তানের অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিকে সামনে রেখে ৬৮ বছর বয়সী পুতিনের আঞ্চলিক সিএসটিও, এসসিও অ্যালায়েন্সের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য তাজিকিস্তান যাওয়ার কথা ছিল।


মঙ্গলবারের বিবৃতিতে ক্রেমলিন জানায়, পুতিন তাজিকিস্তানের প্রেসিডেন্টকে ফোন করে জানিয়েছেন যে, তিনি আইসোলেশনে আছেন এবং এ কারণে সফরে যেতে পারছেন না। এর পরিবর্তে বরং তিনি ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকে অংশ নেবেন।


এক বিবৃতিতে বলা হয়েছে, পুতিন ফোনকলে এও জানান যে, তার সহকর্মী কয়েকজনের কোভিড হওার কারণে তাঁকে কিছুদিনের জন্য সেলফ আইসোলেশনে থাকতে হচ্ছে।


রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মহামারির এই সময়ে স্বাস্থ্য সম্পর্কিত বেশ কিছু পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন এবং দুই ডোজ স্পুৎনিক-ভি টিকাও নিয়েছেন।


বিবার্তা/শাহিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com