শিরোনাম
ইরাকে মার্কিন গাড়ি বহরে হামলা
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২১, ১৯:১৪
ইরাকে মার্কিন গাড়ি বহরে হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরাকে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী একটি গাড়ি বহরে হামলা হয়েছে।


বুধবার (৭ এপ্রিল) ইরাকের সংবাদ মাধ্যম ‘আল-আলম আল-মুকাভিম’ জানিয়েছে, বাবিল প্রদেশের আল-নিল জেলায় মার্কিন বাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট বহনকারী গাড়ি বহর হামলার শিকার হয়েছে।


এর আগে মঙ্গলবার (৬ এপ্রিল) বাবিল প্রদেশের আল-হিল্লায় ও জাবালা জেলায় তিনটি মার্কিন গাড়ি বহরে হামলা হয়। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।


আল-আলম আল-মুকাভিম আরো জানিয়েছে, তিনটি হামলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে ‘কাসিমুল জাব্বারিন’ নামের একটি সংগঠন। তবে এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা।


সম্প্রতি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো ইরাকে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com