
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে একটি ট্রাক ও গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। স্থানীয় সময় মঙ্গলবার (২ মার্চ) এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।
ক্যালিফোর্নিয়ার পুলিশ বলেছে, এসইউভি গাড়িটি হঠাৎ করে ট্রাকের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের চালক গুরুতর আহত হয়েছে।
দেশটির ফায়ার সার্ভিস অফিসাররা জানিয়েছেন, ঘটনাস্থলেই ১২ জন মারা যায় এবং আহতদের হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যায়।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের ওমর ওয়াটসন বলেন, দুর্ঘটনার সময় ওই গাড়িতে প্রায় ২৫ জন ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোট ১৩ জন প্রাণ হারিয়েছে।
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]