শিরোনাম
করোনায় মৃত্যু ২৫ লাখ ছাড়াল
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৮
করোনায় মৃত্যু ২৫ লাখ ছাড়াল
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনা মহামারির এক বছরের বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যেই এই ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছে লাখ লাখ মানুষ। আক্রান্তের সংখ্যাও কয়েক কোটি। মাসের পর মাস সারাবিশ্বে তাণ্ডব চালিয়ে এখনও ক্ষান্ত হচ্ছে না এই প্রাণঘাতী ভাইরাস।


পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১১ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৮৫২ জন।


করোনা সংক্রমণে মারা গেছে এখন পর্যন্ত ২৫ লাখ ৭ হাজার ৭৬৮ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ কোটি ৮৭ লাখ ১ হাজার ৪৭২ জন।


করোনা সংক্রমণে শীর্ষ ১০'য়ে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক এবং জার্মানি। এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আর কোনো দেশ যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই।


করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৬২৩। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ১৮ হাজার ৩৬৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯৩ লাখ ৪০ হাজার ৩২৯ জন।


ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২। এর মধ্যে মারা গেছে ১ লাখ ৫৬ হাজার ৭৪২ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৭৩ লাখ ৬ হাজার ৪৩৩ জন।


ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ৮ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ৫০ হাজার ৭৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ৯২ লাখ ৮১ হাজার ১৮ জন।


রাশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৯০২। এর মধ্যে মারা গেছে ৮৪ হাজার ৪৩০ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩৭ লাখ ৫১ হাজার ৫৬২ জন।


যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৪৪ হাজার ৫৭৭। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২১ হাজার ৭৪৭ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৬ লাখ ৬৬ হাজার ৪৬৬ জন।


ফ্রান্সে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৬১ হাজার ৪১০। এর মধ্যে মারা গেছে ৮৫ হাজার ৩২১ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৫৩ হাজার ৪৫০ জন।


স্পেনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩১ লাখ ৭০ হাজার ৬৪৪। এর মধ্যে মারা গেছে ৬৮ হাজার ৪৬৮ জন এবং সুস্থ হয়ে উঠেছে ২৫ লাখ ৮৯ হাজার ৯৯৬ জন।


ইতালিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৪৮ হাজার ৫৬৪। এর মধ্যে মারা গেছে ৯৬ হাজার ৬৬৬ জন। দেশটিতে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ২৩ লাখ ৬২ হাজার ৪৬৫ জন।


তুরস্কে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৬ লাখ ৬৫ হাজার ১৯৪। এর মধ্যে মারা গেছে ২৮ হাজার ২৮৫ এবং সুস্থ হয়ে উঠেছে ২৫ লাখ ৪০ হাজার ২৯৩ জন।


জার্মানিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২৪ লাখ ১৬ হাজার ৩৭ জন। এর মধ্যে মারা গেছে ৬৯ হাজার ৬১০ জন। ইতোমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছে ২২ লাখ ১৭ হাজার ৭শ জন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com