
যুক্তরাষ্ট্র সিরিয়ায় সন্ত্রাসীদের সহযোগিতা করছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র শরণার্থীদের কথা একবারের জন্যও চিন্তা করে না বরং তারা সন্ত্রাসীদের সহযোগিতা করছে, তাদের সঙ্গে সুর মেলাচ্ছে। খবর ইয়েনি শাফাকের।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) শরণার্থীদের জন্য কোনো ধরণের আর্থিক সহযোগিতা দেয়নি। তুরস্কে ৪০ লাখ শরণার্থী রয়েছে, এরপরও কোনো সহযোগিতা দেয়া হয়নি যদিও ইইউ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল।
এরদোগান বলেন, গ্রিসকে এক লাখ শরণার্থী রাখার জন্য তিনশ’ কোটি ইউরো দেয়া হয়েছে, কিন্তু তুরস্ককে ৪০ লাখ শরণার্থীর জন্য কোনো সাহায্যই দেয়া হয়নি।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পর চার লাখ ২০ হাজার শরণার্থী নিজেদের দেশে ফিরে গেছে। সিরিয়ার পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আরো বেশি শরণার্থী দেশে ফিরে যাবে।
সন্ত্রাসী গোষ্ঠী পিকেকে ও ওয়াইপিজে’র হামলায় গত এক মাসে শিশুসহ বহু নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরণের হামলা অব্যাহত থাকলে আঙ্কারা পাল্টা পদক্ষেপ নিতে কুণ্ঠাবোধ করবে না।
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
ময়মনসিংহ রোড, শাহবাগ, ঢাকা-১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]