শিরোনাম
হজের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৯
হজের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আগামী জুলাই মাসে হজের সময় সৌদি আরবে মানুষের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় জনবল সরবরাহের পদক্ষেপ নিচ্ছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।


হাজিদের স্বাস্থ্যসেবায় অংশ নিবে এমন কর্মী বাছাইয়ের জন্য দেশটির স্বাস্থ্য অধিদপ্তর কমিটি গঠন করবে। প্রতিটি কমিটি প্রয়োজনীয় জনশক্তি সরবরাহ, শ্রেণিবদ্ধকরণ ও নিশ্চিতকরণের জন্য দায়বদ্ধ থাকবে।


স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় সংখ্যা এবং বিশেষত্ব অনুযায়ী প্রস্তাবিত কর্মীদের নাম পর্যালোচনা করা হবে। মন্ত্রণালয় জানায়, জনবল সংক্রান্ত কমিটি ও স্বাস্থ্য অধিদপ্তরের উত্থাপিত প্রার্থীদের আবেদনই শুধু গ্রহণ করা হবে।


গত বছর করোনাভাইরাস সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে সৌদি ও প্রবাসী মুসলিমরা সীমিত আকারে প্রতীকী হজ পালন করেন। তবে চলতি বছর এখনো তারা সিদ্ধান্ত নেয়নি কি পরিমাণ মুসল্লি হজ করতে পারবেন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com