শিরোনাম
কিংবদন্তি সাংবাদিক ল্যারি কিং আর নেই
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ২১:৪৫
কিংবদন্তি সাংবাদিক ল্যারি কিং আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মার্কিন টিভি ও রেডিও সঞ্চালক কিংবদন্তি সাংবাদিক ল্যারি কিং করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হলেছিলো ৮৭ বছর। শনিবার (২৩ জানুয়ারি) লস এঞ্জেলসের সেডার্স-সিনাই মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়। ‘ওরা মিডিয়া’ প্রডাকশন হাউসের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ল্যারি কিং। খবর বিবিসির।


দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে তিনি ২৫ বছর সিএনএনে নিজের টকশো অনুষ্ঠান উপস্থাপনা করেন। বহু বিখ্যাত রাজনৈতিক নেতা, সেলিব্রিটি ও ক্রীড়াবিদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি।


১৯৭০ এর দশকে মিউচুয়াল ব্রডকাস্টিং সিস্টেম নামক একটি বাণিজ্যিক বেতারে ‘দ্য ল্যারি কিং শোর মাধ্যমে তিনি প্রথম বিখ্যাত হয়ে ওঠেন।


এরপর ১৯৮৫ থেকে ২০১০ পর্যন্ত সুদীর্ঘ পঁচিশ বছর ধরে তিনি সিএনএন টেলিভিশন চ্যানেলে ‘ল্যারি কিং লাইভ’ নামে টকশো’র উপস্থাপনা করেন। সেখানে অনেক বিখ্যাত ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছেন।


এছাড়া ইউএসএ টুডে সংবাদপত্রে তিনি ২০ বছর ধরে কলাম লিখেছেন। সম্প্রতি তিনি ‘ল্যারি কিং নাউ’ নামে আরেকটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছিলেন। হুলু নেটওয়ার্ক ও রাশিয়ার আরটি টেলিভিশন নেটওয়ার্কে অনুষ্ঠানটি সম্প্রচার হতো।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com