শিরোনাম
ইরাকে মার্কিন সামরিক বাহিনীর ওপর ভয়াবহ হামলা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২১, ১৭:৪১
ইরাকে মার্কিন সামরিক বাহিনীর ওপর ভয়াবহ হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের গাড়ি বহরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাতে দেশটির পশ্চিমাঞ্চলে সালাউদ্দিন প্রদেশে মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক ইকুইপমেন্ট পরিবহনের সময় একটি বহরে হামলার চালানো হয়। একই দিন দেশের বিভিন্ন অঞ্চলে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হয়েছে। খবর ইরনার।


এর আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ইরাকে বিদেশি সেনাদের দুটি বহরে একইভাবে হামলা হয়। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন অনেক দিন ধরেই সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানিয়ে আসছে। মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে সেদেশের পার্লামেন্টে বিলও পাস হয়েছে।


গত বছরের ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসির কুদসের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর হাশদ আশ-শাবির সেকেন্ড ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করে। এরপর থেকে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে জনমত মারাত্মকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com