শিরোনাম
অগ্নিগর্ভ ভারত, পুলিশের গুলিতে নিহত ৬
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৯, ২০:২৮
অগ্নিগর্ভ ভারত, পুলিশের গুলিতে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভারত। শুক্রবার (২০ডিসেম্বর) দেশটির উত্তরপ্রদেশে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে ছয় আন্দোলনকারী নিহত হয়েছেন।


ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার সকালে বুলন্দশহর, গোরক্ষপুরসহ একাধিক জায়গায় পথে নামেন বিক্ষোভকারীরা। সেই সঙ্গে ব্যাপক ভাঙচুরও চলে। আগুন ধরিয়ে দেয়া হয় একাধিক গাড়িতে। পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। পরে পুলিশের গুলিতে ছয় আন্দোলনকারী নিহত হন।


এদিকে বুলন্দশহরের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেন, মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা চালু হবে না।


অন্যদিকে আসামের গৌহাটির বিক্ষোভের জন্য মুসলিমদের ও কংগ্রেসের কয়েকজন মুসলিম নেতাকে দায়ী করছে ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী বিজেপি সরকার। ইতিমধ্যে তাদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এভাবে একটি গোষ্ঠীর ওপর দায় চাপিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চাচ্ছে বিজেপি। খবর বিবিসি বাংলার।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com