শিরোনাম
ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে আটক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৯, ১৬:৩৮
ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে আটক
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতে ধর্মভিত্তিকনাগরিকত্ব আইন পাসের প্রতিবাদ করায় দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করা হয়েছে। শুক্রবার (২০ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে থেকে শর্মিষ্ঠা মুখার্জিকে আটক করা হয়।


দিল্লি কংগ্রেসের নারী ইউনিটের প্রধান শর্মিষ্ঠা মুখার্জি এক টুইট বার্তায় নিজের আটকের কথা জানিয়েছেন।


তিনি টুইট বার্তায় লিখেন, আমাদের আটক করে মন্দির মর্গ থানায় নিয়ে যাওয়া হয়েছে।


বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার দুপুরে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাসের প্রতিবাদে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়ির সামনে দিল্লি কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ করছিলেন শর্মিষ্ঠা মুখার্জি। এ সময় পুলিশ তাকে আটক করে। তার সঙ্গে দলটির অন্তত ৫০ নারীকে আটক করে পুলিশ।


প্রসঙ্গত ভারতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লিসহ অন্তত দশটি রাজ্যের তেরোটি শহর।


বিক্ষোভ দমাতে দেশটির রাজধানী দিল্লিসহ কয়েকটি রাজ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা জারির পর পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে।


বৃহস্পতিবার ১৪৪ ধারা ভাঙার শপথ নিয়ে রাজ্যে রাজ্যে রাজপথে নেমে এসেছে কয়েক লাখ প্রতিবাদী জনতা। এসময় পুলিশের গুলিতে বেঙ্গালুরু ও লখনৌ রাজ্যে তিনজন নিহত হয়েছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com