শিরোনাম
‘লিবিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত তুরস্ক’
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০১৯, ১৯:১০
‘লিবিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত তুরস্ক’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লিবিয়া সরকারের পক্ষ থেকে আবেদন করা হলে তুরস্ক সেদেশে সেনা মোতায়েন করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। মঙ্গলবার (১০ডিসেম্বর) তুর্কি সরকারি টিভি চ্যানেল টিআরটি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান।


তিনি বলেন, লিবিয়া সরকার চাইলে আমরা সেখানে যাব। এ জন্য অন্য কোনো দেশের অনুমতির পরোয়ানা করবে না আঙ্কারা।


লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল-সিরাজ গত ২৭ নভেম্বর তুরস্ক সফর করেন। এ সময় দুই দেশের মধ্যে জ্বালানি, নিরাপত্তা ও সাগরে খনিজ সম্পদ অনুসন্ধান বিষয়ে সমঝোতা চুক্তি সই হয়। এই চুক্তির পর ভূমধ্যসাগরীয় দেশগুলো বিশেষকরে গ্রিস ও মিশর ক্ষুব্ধ হয়েছে।


গ্রিস বলছে, লিবিয়ার মাধ্যমে ভূমধ্যসাগরে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে তুরস্ক।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com