শিরোনাম
হাম আক্রান্ত হয়ে শিশুসহ ৫৩ জনের মৃত্যু
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৯, ১৩:৫০
হাম আক্রান্ত হয়ে শিশুসহ ৫৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র সামোয়ায় হাম আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যু হয়েছে।


সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।


খবরে বলা হয়, সামোয়ায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে ছোট শিশুসহ ৫৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের ৪৮ জনের বয়স চার বছরেরও কম।


সরকারি তথ্যমতে, প্রতিদিন নতুন করে আক্রান্ত হচ্ছে একশ’রও বেশি মানুষ। প্রায় দুই লাখ জনসংখ্যার দ্বীপটিতে এখন পর্যন্ত হাম আক্রান্ত হওয়া তিন হাজার সাতশ’রও বেশি কেস রেকর্ড করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) ও সোমবার এ দু’দিনেই নতুন করে যুক্ত হয়েছে একশ’ ৯৮টি কেস।


বিশ্বজুড়ে হামের প্রাদুর্ভাব বাড়ছে। হামের টিকা দিলে অটিজিম হতে পারে এমন আশঙ্কায় শিশুদের টিকা দিচ্ছেন না অনেক অভিভাবক। এ কারণে জার্মানি, যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। চলতি বছরের অক্টোবরে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডবিওএইচও) এক বিবৃতিতে এ ব্যাপারে সতর্ক করে জানায়, এ বছরের প্রথম তিন মাসে হাম আক্রান্তের কেস তিনশ’ শতাংশ বেড়েছে। আশঙ্কা রয়েছে এটি মহামারী রূপ নিতে পারে।


ডব্লিওএইচও’র তথ্যমতে, সামোয়ার মোট জনসংখ্যার মাত্র ৩১ শতাংশের হামের টিকা দেয়া আছে। এ কারণে বাড়ছে এ রোগের প্রাদুর্ভাব। গত ২০ নভেম্বর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ অন্য দেশ ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় দেশটিতে হামের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত ৫৮ হাজার একশ’ ৫০ জনকে টিকা দেওয়া হয়েছে।


ভাইরাসজনিত একটি রোগ হাম। হাঁচি-কাশিসহ নানাভাবে দ্রুত সংক্রমিত হয় এটি। তাই বর্তমানে সামোয়ার সব স্কুল-কলেজ ও ইউনিভার্সিটি বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে লোক সমাগমের সব স্থান।


ওশেনিয়া মহাদেশের টোঙ্গা ও ফিজি দেশ দু’টিতেও হাম সংক্রমণের খবর পাওয়া গেছে। তবে, এখনো কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাছাড়া, ওই দু’টি দেশের অধিকাংশ মানুষের হামের টিকা দেয়া রয়েছে।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com