শিরোনাম
তুরস্কের সামরিক ঘাঁটিতে মর্টার হামলা, ২ সেনা নিহত
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৪১
তুরস্কের সামরিক ঘাঁটিতে মর্টার হামলা, ২ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়া সীমান্তের কাছে তুরস্কের একটি সামরিক ঘাঁটিতে মর্টার হামলায় ২ তুর্কি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর ফার্স নিউজের।


বৃহস্পতিবার (২৮নভেম্বর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বুধবার (২৭নভেম্বর) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশের আকাকালে শহরের সীমান্তে তুরস্কের একটি সামরিক ঘাটিতে মর্টার হামলায় ২ তুর্কি সেনা নিহত হয়েছে। হামলার পর তুরস্কের গোলন্দাজ বাহিনী তার জবাব দিয়েছে এবং ওই অঞ্চলে সামরিক অভিযান চালিয়েছে।


যে শহরে হামলা হয়েছে সেটি সিরিয়ার সীমান্তবর্তী তাল-আবিয়াদ শহরের কাছে অবস্থিত। তুরস্কের ওয়াইপিজি কুর্দি গেরিলাদের কাছ থেকে শহরটির সম্প্রতি তুর্কি সেনা ও সিরিয়ার গেরিলা মিত্ররা নিয়ন্ত্রণে নিয়েছে। ধারণা করা হচ্ছে কুর্দি গেরিলারা এই হামলা চালিয়েছে।


এর আগে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ৯ অক্টোবর তুরস্কের সেনারা কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। সিরিয়ার সরকার এ অভিযানের চরম বিরোধিতা করে এবং এক পর্যায়ে রাশিয়ার মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি করে তুরস্ক।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com