শিরোনাম
‘নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করবে তুরস্ক’
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৯, ২২:১০
‘নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করবে তুরস্ক’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমান তৈরি করবে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। যুক্তরাষ্ট্রের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে চলা বিরোধের জেরে মঙ্গলবার তিনি এসব কথা বলেন। খবর ইয়েনি শাফাকের।


তুর্কি প্রেসিডেন্ট বলেন, আগামী ৫-৬ বছরের মধ্যে তুরস্ক নিজস্ব প্রযক্তি ব্যবহার করে যুদ্ধবিমান বানাবে। তুরস্ক এমন একটি সরঞ্জাম নির্মাণে বিনিয়োগ করবে, যাতে এফ-১৬ কিংবা সশস্ত্র মানববিহীন বিমান কিংবা ড্রোনের সহায়তায় চার্জ দেয়া ও গোলাবারুদ্ধ ভরা যাবে।


এরপর মঙ্গলবার সংসদের এক অধিবেশনে মার্কিন ডলারকে ডাস্টবিনে ফেলের জন্য তুর্কি জনগণের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে বৈদেশিক সকল মুদ্রাকে 'তুর্কি লিরা'তে রূপান্তর করে দেশের বাজারে চালু করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।


জনগণের উদ্দেশ্যে এরদোগান বলেন, তারা যেন বৈদেশিক মুদ্রাকে লিরাতে রূপান্তর করে ব্যবহার শুরু করেন। সেইসঙ্গে মার্কিন ডলাকে
ডাস্টবিনে ফেলে দিয়ে নিজের দেশের মুদ্রাকে শক্তিশালী করেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com