শিরোনাম
কেনিয়ায় ভূমিধসে ২৯ জনের প্রাণহানি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৯, ১১:০২
কেনিয়ায় ভূমিধসে ২৯ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কেনিয়ায় খারাপ আবহাওয়ার কারণে ভূমিধসে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।


শনিবার (২৩ নভেম্বর) ভোররাতে নাইরোবি থেকে ২২০ কিলোমিটার দূরে পশ্চিম পোকোট কাউন্টিতে ভূমিধসের এ ঘটনা ঘটে।


বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ভারি বৃষ্টিপাতের কারণে দেশটির নাইয়ারকুলিয়ান ও পারুয়া গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকাজের জন্য সেনা এবং পুলিশের হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে অধিকাংশ জায়গায় রাস্তা এবং সেতু ভেঙে পড়ায় উদ্ধারকাজে দেরি হচ্ছে।


এদিকে দেশটির প্রেসিডেন্ট কেনিয়াত্তা এক বিবৃতিতে হতাহতদের আত্মীয়স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ভূমিধসে দেশটির সম্পদ এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মী এবং বিভিন্ন বাহিনীকে দ্রুত উদ্ধার কাজ করতেও নির্দেশ দিয়েছেন তিনি।


কেনিয়ার রেডক্রস সোসাইটি জানিয়েছে, পোকোটই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সেখানে উদ্ধারকারীর দল পৌঁছে গেছে। ধ্বংসস্তুপ থেকে দুটি বাচ্চাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


গত কয়েক সপ্তাহের ক্রমাগত বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত পূর্ব আফ্রিকার বিস্তীর্ণ অংশ। সোমালিয়ায় ঘরছাড়া হাজার দশেক মানুষ। এ ছাড়া তানজানিয়া ও ইথিওপিয়ারও একই অবস্থা।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com