শিরোনাম
অস্ট্রেলিয়ায় দাবানলে ৩ জনের মৃত্যু
দুই রাজ্যে জরুরি অবস্থা
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ১৬:০০
অস্ট্রেলিয়ায় দাবানলে ৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে দাবানলে তিনজনের মৃত্যু হয়েছে। রাজ্য দুটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। অস্ট্রেলিয়া সরকার দাবানলকে জনসাধারণের জন্য ‘বিপর্যয়কর’ বলে উল্লেখ করেছে।


সোমবার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।


এ ঘটনায় অনেকে নিখোঁজ রয়েছেন। শত শত মানুষকে তাদের বাসস্থান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ১২০টির বেশি দাবানল এখনো সক্রিয় রয়েছে।


সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন সিডনির আশেপাশের অঞ্চলে দাবানল ভয়ানক পরিস্থিতি তৈরি করতে পারে।


নিউ সাউথ ওয়েলসে প্রায় ৯ লাখ ৭০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে এবং ১৫০টি বাড়িঘর ভস্ম হয়েছে।


দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান জনসাধারণের উদ্দেশে বলেন, আপনি যেখানেই থাকুন না কেন সবাইকে সজাগ থাকতে হবে।


জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের এমন পরিস্থিতি কি না এ ব্যাপারে অস্ট্রেলিয়ার রক্ষণশীল সরকার চুপ রয়েছে। যা নিয়েও হচ্ছে সমালোচনা।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com