শিরোনাম
কাশ্মীরে মিললো ২৭০০ গণকবর!
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৯, ২০:১৯
কাশ্মীরে মিললো ২৭০০ গণকবর!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারত নিয়ন্ত্রিত জম্ম-কাশ্মীরে ২৭০০ গণকবরের সন্ধান পাওয়া গেছে। রাজ্যটির রাজধানী শ্রীনগরে এই গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল পিপলস ট্রাইব্যুনাল অন হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস নামের একটি মানবাধিকার সংস্থা। বৃহস্পতিবার (৩ অক্টোবার) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর প্রকাশ করেছে।


ওই মানবাধিকার সংস্থা আরো দাবি করেছে, ওই গণকবরে প্রায় তিন হাজার লাশ আছে।যার মধ্যে দুই হাজার সাতশো অজ্ঞাত।
উত্তর কাশ্মীরের বান্দিপোরা, বারামুল্লা ও খোপওয়ারা জেলার ৫৫টি গ্রামে এসব কবরের সন্ধান পাওয়া গেছে।


মানবাধিকার সংস্থাটির দাবি, ওইসব লাশের মধ্যে ৮৭ দশমিক ৯ শতাংশই নামহীন। এ ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে সংস্থাটি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com