শিরোনাম
৬০ বছর পর বিশ্ববিদ্যালয়ের বই ফেরত
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৮
৬০ বছর পর বিশ্ববিদ্যালয়ের বই ফেরত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

৬০ বছর পর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির বই ফেরত দিয়েছেন সাবেক এক শিক্ষার্থী। কালচার এন্ড সোসাইটিস অফ আফ্রিকা নামের ওই বইটি নিয়েছিলেন গনভিল অ্যান্ড কেইউস কলেজের এক সাবেক ছাত্র। বুধবার বইটি ফেরত দিয়েছেন। পরে বইটি নিয়ে যাওয়া হয় মূল বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যামব্রিজের লাইব্রেরিতে।


বই ফেরত দিতে বিলম্ব করলে সপ্তাহে দেড় পাউন্ড জরিমানা। তবে লাইব্রেরি কর্তৃপক্ষ শিক্ষার্থীর জরিমানা মওকুফের অঙ্গীকার করেছেন।


বর্তমান সময়ের হিসেবে সপ্তাহে দেড় পাউন্ড হিসেবে জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৭শ পাউন্ড।


এক টুইট বার্তায় লাইব্রেরি কর্তৃপক্ষ লিখেছে, বেটার লেট দ্যান নেভার। একই সাথে জরিমানা মওকুফের কথাও উল্লেখ করেছে তারা।


তারা বলছে, হয় এটা একটি অসাধারণ বই অথবা তিনি খুবই ধীরগতির একজন পাঠক।


তবে একজন মুখপাত্র বলছেন, এটি ঠিক পরিষ্কার নয় যে ওই শিক্ষার্থী এই দীর্ঘ সময় ধরে বইটি ভুলবশত নাকি ইচ্ছাকৃত নিজের কাছে রেখে দিয়েছিলেন। তবে লাইব্রেরি সিস্টেমে এখনো বইটিকে নিখোঁজ দেখাচ্ছে।


বইটি ক্যাটালগ শাখায় দেয়া হয়েছে এবং তারাই শিগগির বইটিকে তালিকাভুক্ত করে নির্ধারিত জায়গায় রাখবেন। সূত্র: বিবিসি


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com