শিরোনাম
ট্রাম্প-রুহানির বৈঠক নিয়ে যা বললেন জারিফ
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২২
ট্রাম্প-রুহানির বৈঠক নিয়ে যা বললেন জারিফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিশ্বের ১৯৩টি দেশের রাষ্ট্র প্রধান কিংবা তাদের প্রতিনিধিরা এখন নিউ ইয়র্কে অবস্থান করছেন।


এই অধিবেশনে বেশিরভাগ মানুষের আগ্রহ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে।অধিবেশন শুরুর আগে থেকেই বিশ্ব নেতারা বিভিন্ন বিষয় নিয়ে পরস্পরের মধ্যে আলোচনায় বসছেন।


নিউইয়র্কে অবস্থানকালে ট্রাম্পের সঙ্গে রুহানি এরকম কোন বৈঠক করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ক্ষুব্ধ হয়ে বলেছেন, ‘না’। ট্রাম্পের সঙ্গে বৈঠক তো দূরের কথা দেখাও করবেন না ইরানী প্রেসিডেন্ট। খবর ফার্স নিউজ।


সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে বৈঠকের ইঙ্গিত দিয়েছিল যুক্তরাষ্ট্র।


এরআগে সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাওয়ার আগে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে একটি পরিকল্পনা তুলে ধরবেন।


ইরানী প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে যতদিন বিদেশি সেনা মোতায়েন থাকবে ততদিন এ অঞ্চলে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে না।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com