শিরোনাম
নতুন ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান
প্রকাশ : ২৯ আগস্ট ২০১৯, ১৮:৫৫
নতুন ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভারতের সঙ্গে সর্ম্পকের উত্তেজনার মধ্যেই নতুন ব্যালাস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। বুধবার গভীর রাতে এই ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। ক্ষেপনাস্ত্রটির নাম দেয়া হয়েছে ‘গজনভি’।


ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল আসিফ গফফুর জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি ২৯০ কিমি দূরে আঘাত হানতে পারে। শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র সফল ভাবে উৎক্ষেপণের জন্যে প্রধানমন্ত্রী ইমরান খান ও রাষ্ট্রপতি আরিফ আলভি পাক সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। পাক সামরিক বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির (সিজিসিএসসি) চেয়ারম্যানও।


‘গজনভি’র বিশেষত্ব হল স্বল্পপাল্লার ওই ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরণের অস্ত্র বহন করতে পারে। সে কারণেই প্রয়োজন মাফিক একে ব্যবহার করার সুবিধা অনেক বেশি।


১৯৯৫ সালে প্রথম বার ওই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হয়। পরে সেটিতে আরো পরিবর্তন আনা হয়েছে। যুদ্ধক্ষেত্রে ব্যালিস্টিক মিসাইলের নানামাত্রিক ব্যবহার রয়েছে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com