শিরোনাম
টানা সপ্তমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ.কোরিয়ার!
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১৩:৫৫
টানা সপ্তমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ.কোরিয়ার!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার সপ্তমবারের মতো আরো দুটি স্বল্প দূরত্বের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটি।


তবে শনিবার (২৪ আগস্ট) দক্ষিণ কোরিয়া জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক মহড়া শেষে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা গভীর উদ্বেগজনক।


বিবিসি জানায়, ১৭ মাস বিরতি দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো শুরু করেছে উত্তর কোরিয়া। জুলাই মাস থেকে এখন পর্যন্ত টানা সপ্তমবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দেশটি।


যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে পিয়ংইয়ং।


দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় ৬টা ৪৫ এবং ৭টা ২ মিনিটে দক্ষিণ হামগয়ং প্রদেশের সুন্দুক শহর থেকে ৯৭ উচ্চতায় ৩৮০ কিলোমিটার দূরে জাপান সাগরে পরপর দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সর্বশেষ সাক্ষাতের এক মাসের মধ্যে এসব পরীক্ষা চালানো শুরু করে উত্তর কোরিয়া।


জাপানের প্রতিরক্ষামন্ত্রী তাকেশি আইওয়া জানান, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র দুটি তাদের জলসীমার মধ্যে পড়েনি। তবে এ ঘটনাকে জাতিসংঘ রেজুলেশনের স্পষ্ট লঙ্ঘন।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com