শিরোনাম
বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে
প্রকাশ : ২৩ মে ২০১৯, ১০:১০
বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও শরিকেরা।


ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। ৫২০টি আসনের এগিয়ে যাওয়ার চিত্রে দেখা যায়, বিজেপি নেতৃত্বাধীন এনডিও জোট ৩১৭টিতে এগিয়ে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে আছে ১১৬টি আসনে।


বাকি আসনগুলোয় এগিয়ে আছে অন্যান্য দল। বিজেপি বড় ব্যবধানে অন্যান্য দল থেকে এগিয়ে থাকলেও আগের বারের চেয়ে ৩৬টি আসনে তারা পিছিয়ে।


বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ১১৬ আসনে এগিয়ে। এর মধ্যে ৫৩টি আসন রয়েছে, যেগুলোয় তারা গতবার হেরেছিল।


ভারতের পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ১২টি আসনের এগিয়ে থাকার চিত্র পাওয়া গেছে। এর মধ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস পাঁচটিতে, বিজেপি চারটিতে এবং কংগ্রেস তিনটিতে এগিয়ে আছে।


প্রাথমিক গণনা অনুযায়ী, আমেথিতে পিছিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী তথা দলের সভাপতি রাহুল গান্ধী, ওই কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। অন্যদিকে. কেরালার ওয়ানাদে এগিয়ে রয়েছেন রাহুল।


ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনে ভোট হয়েছে। কোনো দলকে সরকার গঠন করতে হলে পেতে হবে ২৭২টি আসন। সূত্র: এনডিটিভি


বিবার্তা/জাকিয়া


>>ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com