শিরোনাম
১০ মিনিটে ৩০০ অংক করলো চতুর্থ শ্রেণির ছাত্রী
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৬:১৬
১০ মিনিটে ৩০০ অংক করলো চতুর্থ শ্রেণির ছাত্রী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাষ্ট্রীয় গণিত দিবসে গত রবিবার চেন্নাইয়ে আয়োজিত পাটিগণিতের ওপর এক প্রতিযোগিতায় অংশ নিয়ে ১০ মিনিটে ৩০০ অংক কষে তাক লাগিয়ে দিয়েছে চতুর্থ শ্রেণির এক ছাত্রী।


একইসঙ্গে ভারতীয় অ্যারিথমেটিক জিনিয়াস প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানও অর্জন করে কলকাতার বেলঘরিয়া অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী অনুলগ্না বসু।


ভারতের ২০টি রাজ্যের ছাত্রছাত্রীরা অংশ নেয় সিপ অ্যাবাকাস আয়োজিত এই প্রতিযোগিতায়। বাংলা থেকে প্রতিনিধিত্ব করে নয় জন। মহিলা হিসেবে অনুলগ্না একাই। গত বছর ১০ মিনিটে ২০০ অঙ্ক কষে সারা বাংলায় হওয়া এই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিল সে।


অনুলগ্না শুধু অঙ্ক বা পড়াশোনায় নয়, ক্যারাটে, সাঁতারেও যথেষ্ট পারদর্শী। ওকে শুভেচ্ছা জানিয়েছেন দমদমের সংসদ সদস্য সৌগত রায় ও বিধানসভার মুখ্যসচেতক নির্মলকান্তি ঘোষ।


বিবার্তা/এনকে/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com