
ভারতীয় পুলিশ দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া স্টেশন থেকে ৯ বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেফতার করেছে। সোমবার (৯ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করে গোলবাড়ি থানা পুলিশ।
পুলিশের ধারণা, গ্রেফতারকৃত বাংলাদেশিরা কাজের সন্ধানে ভারতে গেছেন। তাদের সঙ্গে এক ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে। ওই ভারতীয় ব্যক্তি দালাল বলে জানিয়েছে পুলিশ। তার মাধ্যমে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ওই বাংলাদেশি নাগরিকরা ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করেন বলে ধারণা পুলিশের।
গ্রেফতার বাংলাদেশি নাগরিকদের গোলবাড়ি থানা পুলিশ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে দক্ষিণ ভারতে যেতে তারা হাওড়া স্টেশনে আসেন। গ্রেফতারদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন নারী। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে আজ মঙ্গলবার তাদের হাওড়া আদালতে নেয়া হবে।
বিবার্তা/বর্ষা/কেআর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]