শিরোনাম
লকডাউনে মানুষের কষ্ট হবে: মমতা
প্রকাশ : ২০ এপ্রিল ২০২১, ০৮:১৪
লকডাউনে মানুষের কষ্ট হবে: মমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‌‘সবাইকে সচেতন করব, কিন্তু ভয় দেখাব না। এখনই লকডাউনের কোনো চিন্তা নেই। লকডাউন করলেই সব কমে যাবে? মানুষকে একটু সময় দিতে হবে। লকডাউন করলে তো মানুষের কষ্ট হবে।’


সোমবার (১৯ এপ্রিল) মালদহে সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়া হবে। নির্বাচন ঘোষণার সময় ভাল করে ভাবা উচিত ছিল, কেন্দ্রীয় সরকারেরও ভাবা উচিত ছিল। কেন্দ্রীয় সরকার এতদিন কিছু করেনি। বিভিন্ন সরকারি হোটেলে ‘সেফ হোম’ তৈরি করা হবে। কেন্দ্রীয় বাহিনীর মধ্যে যারা এসেছেন, তাদের আরটি-পিসিআর করোনা পরীক্ষা করার কথা বলেছি। আমরা চেষ্টা করব, ঝড় মোকাবিলা করার। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না।’


মমতা বলেন, ‘যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে নির্দেশ দিয়েছি। ছোট ছোট সভা করা হবে নির্বাচনের প্রচারে। কলকাতায় ২৬ তারিখ একটিই বড় সভা। কারফিউ কোনো সমাধান নয়। রাত্রিকালীন কারফিউ করে কিছু হবে না। ভয় পাওয়ার বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। টিকা কম আছে। কেন্দ্রীয় সরকার অনুমতি না দিলে রাজ্য সরকার টিকা কিনতে পারে না।’


ভারতে প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এ পরিস্থিতিতে দেশটির বিভিন্ন রাজ্য সরকার স্থানীয়ভাবে লকডাউন ঘোষণা করেছে। কোথাও জারি করা হয়েছে কারফিউ। তবে পশ্চিমবঙ্গে বড় কোনো বিধিনিষেধ আরোপ করেনি সেখানকার সরকার।


সোমবার (১৯ এপ্রিল) ঘোষণা করা হয়েছে, মঙ্গলবার থেকে বন্ধ থাকবে স্কুল। গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com