শিরোনাম
কলকাতায় ফের বাড়ল করোনা সংক্রমণ
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ০৮:২৮
কলকাতায় ফের বাড়ল করোনা সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কলকাতায় আবারো বাড়তে শুরু করেছে করোনাভাইরাস শনাক্তের হার। কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে আবার দুইশ ছাড়াল। রবিবার রাজ্যজুড়ে কমেছে কোভিড পরীক্ষা, তবে বেড়েছে মৃত্যু।


রাজ্যের স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৪৪ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ২১৯ জন। উত্তর ২৪ পরগনায় নতুন আক্রান্ত ৮৩ জন। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত এক লাফে অনেকটা বেড়ে হয়েছে ৪৮। হাওড়া ও হুগলীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫ ও ৩৭ জন। জেলাভিত্তিক তালিকায় দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে এই জেলাগুলোর পরেই রয়েছে নদিয়া (২১) ও দার্জিলিং (১৪)। আক্রান্তদের মধ্যে এখনো পর্যন্ত পাঁচজনের শরীরে ওমিক্রন পাওয়া গেছে বলে দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে।


এদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। এর মধ্যে কলকাতা মারা গেছেন তিনজন। এখন পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন মোট ১৯ হাজার ৭১৬ জন। রোববার সুস্থ হয়েছেন ৫৪৭ জন। শনিবার দৈনিক সংক্রমণের হার ছিল ১.৭১ শতাংশ। রোববার তা বেড়ে দাঁড়াল ২.৪১ শতাংশ। সূত্র: আনন্দবাজার


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com