শিরোনাম
সরকারি চাকরি পেলেন জোড়া লাগানো দুই ভাই
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০৮:৫৫
সরকারি চাকরি পেলেন জোড়া লাগানো দুই ভাই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের অমৃতসারের সোহনা-মোহনা। তারা যমজ ভাই, কিন্তু তাদের শরীর একটাই। দুই পা, চার হাত, দুই মাথা এবং দুটি আলাদা সত্ত্বা। এক শরীরের এমন দুই মানুষ আগেও দেখা গেছে। বেঁচে থাকার জন্য তাদের শারীরিক বাধা অনেক। কিন্তু সেই বাধা কাটিয়ে কীভাবে জীবন যুদ্ধে জিততে হয় তার উদাহরণ সোহনা ও মোহনা।


পাঞ্জাবের অমৃতসারের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম এই দুই ভাইয়ের। ছোটবেলা থেকেই পড়াশোনায় ছিলেন এগিয়ে। দুই জনের সত্ত্বা আলাদা হলেও দেহ একটাই। চাইলেই আলাদা কিছু করতে পারবেন না তারা। যেকোনো কাজ, খেলাধুলা, খাওয়া, ঘুমানো, পড়াশোনা সবকিছুই করতে হয় একসঙ্গে।


রাজ্যের আইটিআই থেকে ডিপ্লোমা করেছেন এই দুই ভাই। কয়েকদিন আগেই ১৯ বছর বয়সী সোহনা ও মোহনা সরকারি চাকরি পেয়েছেন। পাঞ্জাব সরকারের স্টেট পাওয়ার করপোরেশন লিমিটেডে তাদের চাকরি হয়েছে। মাসিক ২০ হাজার টাকা বেতনে কাজে যোগ দিয়েছেন এই দুই তরুণ।


সোহনা ও মোহনা ডিপ্লোমা করছে, আগে থেকেই এই খবর ছিলো পিএসপিসিএলের কাছে। কর্তৃপক্ষ বলে, খবর পেয়েছিলাম বিশেষভাবে সক্ষম এই দুই ভাই আইটিআই থেকে ডিপ্লোমা করছে। তারা ইলেক্ট্রিশিয়ান হতে চান। এই কাজে যথেষ্ট ঝুঁকিও আছে। এরপর তাদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা নেয়া হয়। সোহনার জ্ঞান খুব ভালো। তাকে সহায়তা করবে মোহনা।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com