শিরোনাম
মহাত্মা গান্ধীর হত্যাকারীর প্রশংসা করে গ্রেপ্তার ধর্মগুরু
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২১, ১৩:২৭
মহাত্মা গান্ধীর হত্যাকারীর প্রশংসা করে গ্রেপ্তার ধর্মগুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মধ্যপ্রদেশের খাজুরাহো থেকে বৃহস্পতিবার ছত্তিশগড়ের পুলিশ কালিচরণ মহারাজ নামের এক ধর্মগুরুকে গ্রেপ্তার করেছে। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর হত্যাকারী নথুরাম গডসের প্রশংসা করেছিলেন।


এনডিটিভি অনলাইন জানায়, তার বিরুদ্ধে মামলা করেছিলেন প্রমোদ দুবে নামের সাবেক এক মেয়র। ছত্তিশগড়ের রায়পুরে ‘ধর্ম সংসদ’ বা ধর্মীয় এক সম্মেলনে তিনি উসকানিমূলক বক্তব্য দেন।


কালিচরণের গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন রায়পুরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা প্রশান্ত আগারওয়াল।


মামলা হওয়ার পর থেকে পলাতক ছিলেন কালিচরণ। তিনি মধ্যপ্রদেশের খাজুরাহোতে একটি গেস্ট হাউসে ঘর ভাড়া নিয়েছিলেন। কিন্তু সেখানে না থেকে এর ২৫ কিলোমিটার দূরে এক ভাড়া বাড়িতে অবস্থান নেন।


পুলিশ তার কাছের লোকজনের কাছ থেকে কোনো তথ্য পাচ্ছিল না। তারা ফোন বন্ধ করে রেখেছিলেন।


তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কালিচরণ বলেন, ‘রাজনীতির মাধ্যমে দেশকে দখল করা ইসলামের লক্ষ্য’।


তিনি আরও বলেন, ‘মোহনদাস করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) দেশকে ধংস করেছেন। নিথুরাম গডসেকে সেল্যুট যে, তিনি তাকে হত্যা করেছেন।’


বিবার্তা/কেআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com