শিরোনাম
ভারতে ওমিক্রনের বিস্তার, ৭৮১ জন শনাক্ত
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২১, ১২:২৯
ভারতে ওমিক্রনের বিস্তার, ৭৮১ জন শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বৈশ্বিক মহামারি করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ভারতে লাফিয়ে বাড়ছে। দেশটিতে বুধবার ৭৮১ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে। রাজধানী নয়া দিল্লি ওমিক্রন সংক্রমণের দিক থেকে শীর্ষে রয়েছে। এনডিটিভি অনলাইন জানায়, বুধবার দিল্লিতে ২৩৮ জনের দেহে শনাক্ত হয়েছে ওমিক্রন।


এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১৬৭ জনের দেহে ওমিক্রন পাওয়া গেছে। এ দুই রাজ্যেই ওমিক্রন সংক্রমণ সবচেয়ে বেশি। ক্রমেই রাজ্যদুটিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে।


২০ দিন পর ভারতের দৈনিক করোনা সংক্রমণ আবারও ৯ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। মঙ্গলবার ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। বুধবার ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা মঙ্গলবারের তুলনায় ৪৪ শতাংশ বেশি।


দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ৮ হাজার ৮৮৬ জন।


সব মিলিয়ে বুধবার দিল্লিতে করোনা শনাক্ত হয়েছে প্রায় ৫০০ জনের। মহারাষ্ট্রে এ সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এ ছাড়া গুজরাটে ৭৩, কেরালায় ৬৫, তেলঙ্গানায় ৬২, রাজস্থানে ৪৬, কর্নাটকে ৩৪, তামিলনাড়ুতে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।


পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১১ জন। তার মধ্যে ১ জন সুস্থ হয়ে গেছেন।


দৈনিক আক্রান্ত বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘণ্টায় ভারতে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। তবে তা ৮০ হাজারের নিচেই আছে। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৭৭ হাজার ২ জন।


বিবার্তা/কেআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com