২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৪
২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২২
বিবার্তা প্রতিবদক
প্রিন্ট অ-অ+

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছেন।


৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় পাঁচজন এবং ঢাকার বাইরে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের মোট ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।


চলতি বছরের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ১৫৪ জন। এর মধ্যে ঢাকায় ৩৯৩ জন এবং ঢাকার বাইরে ৭৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।


গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৩০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ১১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে ১৯ জন ছাড়পত্র পেয়েছেন।


চলতি বছর এ পর্যন্ত এক হাজার ৪২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৩৪২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল ৭০০ জন ছাড়পত্র পেয়েছেন।


বর্তমানে সারা দেশে মোট ৯৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ৪১ জন এবং ঢাকার বাইরে ৫৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।


বর্তমানে হাসপাতাল থেকে ডেঙ্গুরোগী ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯০ শতাংশ, ভর্তি থাকার আট শতাংশ এবং মৃত্যুর হার শতকরা এক দশমিক চার শতাংশ।


২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com