ডেঙ্গু: আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৩, ১৭:৩৪
ডেঙ্গু: আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল পাঁচজনে। একইসময়ে নতুন করে ১৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হওয়ায় মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে।


বুধবার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৪ জনের মধ্যে ঢাকার বাসিন্দা আটজন এবং ঢাকার বাইরের ছয়জন।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৮ জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০৯ জন। আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ২২৯ জন।


অন্যদিকে, এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৩ জন। এর মধ্যে ঢাকার ১৬৮ জন এবং ঢাকার বাইরের ১৮৫ জন।


উল্লেখ্য, গত বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গুরোগী।


বিবার্তা/এসএফ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com