ঢামেকের বার্ন ইউনিটে ১৪টি আইসিইউ বেড চালু
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১৮:১৮
ঢামেকের বার্ন ইউনিটে ১৪টি আইসিইউ বেড চালু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বাড়ছে রোগীর চাপ। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। এ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আরো ১৪টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ঢামেক বার্ন ইউনিটে ১৪টি আইসিইউ বেডের উদ্বোধন করেন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।


ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বার্ন ইউনিটে শিশু পেডিয়াট্রিক আইসিইউ-এইচডিইউ সাধারণ বার্ন রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে। এখানে আগে শিশু কোভিড রোগীদের রাখা হতো। যেহেতু দেশে করোনা সংক্রমণ কমে গেছে তাই সেটা সাধারণ বার্ন রোগীদের জন্য প্রস্তুত করা হয়েছে।


শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, তীব্র শীতের কারণে বার্ন রোগীদের সংখ্যা দিন দিন বাড়ছে। ঢাকাসহ সারাদেশ থেকে বিভিন্ন কারণে বার্ন রোগীরা এখানে ভর্তি হয়। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রোগীর চাপ বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় আমরা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ১৪টি আইসিইউ বেড চালুর সিদ্ধান্ত নিই। এ অনুযায়ী আজ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ১৪টি আইসিইউ বেড পুনরায় চালু করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শরমিন আক্তার, আর এস ডা. এস এম আইউব হোসেন প্রমুখ।


বিবার্তা/রিয়াদ/এসএফ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com