
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ ও আহত আরও পাঁচ শিক্ষার্থী ও এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেলে একজন মারা গেছেন। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ জনে।
সোমবার (২১ জুলাই) দিনগত মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও ঢাকা মেডিকেলে মারা যাওয়া শিক্ষার্থীরা হলো এ্যারিকসন (১৩), আয়মান (১৩), নাজিয়া (১৩) শায়ান ইউসুফ (১৪) ও বাপ্পি (৯)। আর শিক্ষিকা হলেন মাসুকা। এছাড়া ঢাকা মেডিকেলে মো. জুনায়েদ নামের একজনে মৃত্যু হয়।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, সোমবার দিনগত রাত ২টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় এ্যারিকসনের মৃত্যু হয়। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। দিনগত রাত ২টা ৩০ মিনিটে আয়ানের মৃত্যু হয়, তার শরীরে ৯৫ শতাংশ দগ্ধ । নাজিয়া দিনগত রাতে মৃত্যু হয়, তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ ছিল। শায়ান ইউসুফের শরীরে ৯৫ শতাংশ দগ্ধ ছিল। ভোর ৫টার দিকে বাপ্পির মৃত্যু হয়েছে। তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল। শিক্ষিকা মাসুকারও মৃত্য হয় রাতে, তার শরীর ৮৫ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে মাহেরিন চৌধুরীর, মো. আফনান ফাইয়াজ, মো. শামীম ও তানভীর কবির নামের শিক্ষার্থীর মৃত্যু হয়। এই নিয়ে জাতীয় বার্নে মোট ৯ জনের মৃত্যু হলো ও ঢাকা মেডিকেলে মো. জুনায়েদ নামের একজনে মৃত্যু হয়। এই নিয়ে এখানে মৃত্যুর সংখ্যা ১০ জনে দাঁড়ালো।
যদিও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ২০। এছাড়া পরিচয় শনাক্ত হওয়ায় আটজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার রাত দেড়টার দিকে এ তথ্য জানায় আইএসপিআর।
এর আগে রাত ৮টার দিকে আইএসপিআরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ২০। আহত ১৭১ জন। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহত ও নিহতের সংখ্যাও জানায় আইএসপিআর।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]