বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল: আইএসপিআর
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১২:৪৭
বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল: আইএসপিআর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমানটি প্রশিক্ষণ বিমান ছিলো না। এটি ছিলো একটি যুদ্ধবিমান।


মঙ্গলবার (২২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।


এক বার্তায় আইএসপিআর জানায়, একটি ছোট ব্যাখ্যা দেয়া প্রয়োজন— কিছু কিছু গণমাধ্যম লিখছে যে, গতকালের বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল। বিনয়ের সঙ্গে আবারও জানাতে চাই, এটি একটি যুদ্ধ উপযোগী যুদ্ধবিমান ছিল; যা একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল।


সোমবার (২১ জুলাই) দুপুর ১টায় উড্ডয়নের পর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি আছড়ে পড়ে এবং একটি ভবনে আঘাত হেনে আগুন ধরে যায়।


মর্মান্তিক এ দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহতের খবর পাওয়া গেছে। যার মধ্যে ২৫ জনই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।


বিধ্বস্ত বিমানটিতে একমাত্র পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম সাগর। গতকাল সোমবার (২১ জুলাই) এক বার্তায় আইএসপিআর জানিয়েছিল, কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com