শিরোনাম
আবর্জনা ব্যবস্থাপনা
প্রকাশ : ১০ আগস্ট ২০১৯, ১৮:০৮
আবর্জনা ব্যবস্থাপনা
প্রিন্ট অ-অ+

ময়লা আবর্জনাকে (Garbage) বিভিন্ন ভাগে বিভক্ত করে নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে (সন্ধ্যা ৭টা থেকে পরদিন সকাল ৮ টার পূর্বে) অপসারণ করতে হবে এবং সকল নাগরিকের জন্য তা বাধ্যতামূলক করতে হবে।


এক্ষেত্রে জাপানের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে।


গৃহস্থলির বজ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন সাইজের ব্যাগ (২০ লিটার, ৩০ লিটার, ৪৫ লিটার.....) থাকবে, যা বাজারে পাওয়া যাবে, প্রয়োজন অনুসারে নিজ দায়িত্ত্বে সকলে ব্যাগ সংগ্রহ করবে এবং সেই ব্যাগে বজ্য অপসারণ করবে।


অতিরিক্ত বড় ধরনের বজ্য যেমন পুরাতন চেয়ার, টেবিল, খাঁট ইত্যাদি অপসারণের জন্য মাসে একদিন বরাদ্দ থাকবে।


সিটি কর্পোরেশনের গাড়ি সকাল ৮টার পূর্বে ঐ নির্দিষ্ট স্থান থেকে বজ্য সংগ্রহ করবে এবং বজ্য পদার্থ প্রক্রিয়াজাতকরণ, পূণব্যবহার এবং নিষ্কাশনের কার্যকরী ব্যবস্থা গ্রহন করবে।


আবর্জনার প্রকারভেদ এভাবে করা যেতে পারে:-


১) দহনযোগ্য


২) অদহনীয়


৩) পূণর্ব্যবহারযোগ্য (প্লাস্টিক, পুরাতন কাপড়, খবরের কাগজ, পেট-বোতল, কাচের বোতল, ধাতব বস্তু)


৪) অতিরিক্ত বড় ময়লা


৫) ইলেকট্রনিক দ্রব্যাদি


সবশেষে সততা, সচেতনতা এবং দেশপ্রেম থাকতে হবে, আগামী প্রজন্মের জন্য একটি পরিস্কার পরিচ্ছন্ন নগরী গড়ার প্রত্যয় থাকতে হবে।


কৃষিবিদ দেবু ভট্টাচারিয়ার ফেসবুক থেকে নেয়া


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com