শিরোনাম
সাংবাদিকতার মহাজ্ঞানীরা এই লেখাতে মন খারাপ করবেন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৯, ১২:৪৫
সাংবাদিকতার মহাজ্ঞানীরা এই লেখাতে মন খারাপ করবেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিডিয়া নিয়ে সহকর্মীদের হা হুতাস শুনি। সব শেষ গল্প শুনি। মিডিয়ার সংকটের বড় অংশই আমরা। বড় পদে অবস্থানকারীদের বড় অংশ অফিস করতে চান না। জুনিয়রদের আইডিয়া দেন না। বিশেষ প্রতিনিধিরা বিশেষ রিপোর্ট দেন না। সবাই বড় সাংবাদিক।


ফেসবুকে যত সময় দেন নিজের প্রতিষ্ঠানে তা দেন না। বড় বড় কথা লেখেন ফেসবুকে। কিছু মানুষ কাজ করেন। বাকিরা ব্যস্ত অপরের সমালোচনা নিয়ে। ভাবখানা আমি পারছি না, তিনি কেন পারবেন? আমি লিখছি না, তিনি কেন লিখবেন? আমরা এভাবেই সময় কাটাই, ক্ষমতাবানদের প্রশংসা করি। তারা একটু হাসি মুখে তাকালে ১০ জনের কাছে গল্প করি।


আর নিজের পেশা সম্পর্কে বলি, সব শেষ। একবারও ভাবনায় আনি না, বিবেকের কাছে দায় রেখে নিজের কাজ টুকু করলে চলবে। মিডিয়া শেষ হবে না। যাবে আরো অনেক দূর। ভারতসহ বিশ্বের অনেক দেশে পত্রিকার প্রচার সংখ্যা বাড়ছে। আমাদের কমবে কেন? দরকার পেশার প্রতি দায় রাখা। যা আমরা আর করব কিনা জানি না। জানি সাংবাদিকতার মহাজ্ঞানীরা এই লেখাতে মন খারাপ করবেন। তবুও লিখলাম।


বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের ফেসবুক থেকে...


বিবার্তা/তুহিন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com