শিরোনাম
তারা আ.লীগকে শুধু দিলেন, নিলেন না কিছুই
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০১৯, ২০:২২
তারা আ.লীগকে শুধু দিলেন, নিলেন না কিছুই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একজন বঙ্গবন্ধুর আমৃত্যু কিছু না চাওয়া কর্মী। সম্মেলনে এসেছিলেন হৃদয়ের গভীর টানে। নিবেদিতপ্রাণ কর্মী সমর্থকের এ মমত্ববোধ বাঁচিয়ে রাখে দল। জানেনা সুবিধাবাদী ভোগবাদী দল। বঙ্গবন্ধুর কাছেই ছিলো তাদের কদর, তারপর শেখ হাসিনা, মাঝখানে কেউ নাই।


পরেরজন সৈয়দা জোহরা তাজউদ্দিন, স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিনের স্ত্রী।


৭৫ উত্তর কঠিন দুঃসময় দেখেনি, টেরপায়নি একালের এতো আওয়ামী লীগ। এ মহিয়সী নারীকে আহবায়ক করেই ঘুরে দাঁড়িয়েছিলো আওয়ামী লীগ। তারপর পথে নেমেছিলেন তিনি। একজন বঙ্গবন্ধুর আমৃত্যু সহযাত্রী, আরেকজন শেখ হাসিনার।


৭৯ সালে সুনামগঞ্জে তিনি, আব্দুল মালেক উকিল, আব্দুস সামাদ আজাদ, আব্দুর রাজ্জাক সহ নেতারা গিয়েছিলেন। আজকের পৌরবিপনী তখনকার বালুর মাঠের জনসভায় বক্তৃতা করেন। কি আবেগঘন বক্তৃতা! ’আমারতো আজ শহীদের রক্তেভেজা সাদা শাড়ি পড়ে এখানে আসার কথা ছিলোনা'। বলতেই জনসভায় নিরবতা।


সৈয়দা জোহরা তাজউদ্দীনের আজ মৃত্যুবাষিকী। আজ উপমহাদেশের প্রাচীন গৌরবের দল আওয়ামী লীগের ২১তম সম্মেলনের প্রথমদিন। বঙ্গবন্ধু সহ কত শহীদের রক্তে লেখা, কতো নেতাকর্মীর ত্যাগ সংগ্রাম ঘামে ঝরা সংগঠন। বঙ্গবন্ধু সহ দলের সকল শহীদ, নিহত, প্রয়াতদের সাথে সৈয়দা জোহরা তাজউদ্দীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা।


আওয়ামী লীগের ঠিকানা মুজিব কন্যা শেখ হাসিনার কাছে অনুরোধ, আদর্শিক সৎ গণমুখী নিবেদিতপ্রাণ নেতৃত্ব উপহার।


আবেগ অনুভূতিহীন, বঙ্গবন্ধুর নির্লোভ নিরহংকারী গণমুখী কর্মীবান্ধব চরিত্রের উত্তরাধিকারিত্ব যারা বহন করেনা, তাদের পরিত্যাগ করা কমিটিই দূর্নীতির বিরুদ্ধে দলকে সুসংগঠিত করতে পারে। যারা তদবির বাণিজ্য, কমিটি বাণিজ্য, এমনকি কর্মীর টাকা খায় তাদের দিয়ে দল হয়না। পদবী বিক্রি করে যারা অবৈধ পথে অঢেল অর্থ সম্পদ গড়ে, দাম্ভিক আচরণ দেখায় বাইরে, নেত্রীর কাছে গিয়ে পা ধরে কাঁদে, তারা দলকে অভিশপ্ত করে। ক্ষমতা বদল হলে দেশ ছেড়ে পালায়। সমাজের কোনো স্তরেই এদের জনসম্পৃক্ততা নেই। এরা দলের অ্যাসেট নয়, বোঝা হয়।


পীর হাবিবুর রহমানের ফেসবুক থেকে পাওয়া


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com