শিরোনাম
ঘটনা তাহলে কি দাঁড়ালো?
প্রকাশ : ২৭ জুন ২০১৯, ২০:২৮
ঘটনা তাহলে কি দাঁড়ালো?
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঘটনা তাহলে কি দাঁড়ালো??? একবার প্রেমের সম্পর্ক করলে তাকেই বিয়ে করতে হবে, যদিও বা তুমি সম্পর্কের কিছুদিন পরে জানো ছেলে নেশাখোর, মাস্তান, চরিত্রহীন, অশিক্ষিত। তোমার সাথে মিথ্যা বলে প্রতারণা করে সম্পর্ক করেছে। অথবা এর কোনটাই না হয়ে যদি একটা সময় একজন মানুষের মনে হয় তার পার্টনারের সাথে তার মানসিকভাবে এডজাস্ট হচ্ছে না তাহলে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়ার স্বাধীনতা কি তার নেই??


একটি মেয়ের সামনে তার স্বামীকে কুপিয়ে হত্যা করা হলো অথচ এই পুরুষশাসিত সমাজ মেয়েটির চরিত্র হননে নেমেছে। তাইতো এই সমাজে নয় মাসের শিশু ধর্ষিত হয়।


মানুষ কতটা আত্মবিশ্বাসী হলে প্রকাশ্য দিবালোকে একজনকে হত্যা করতে পারে, তারা জানে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে। হাতে গোনা কয়েকটা ঘটনার বিচারের রায় হয়েছে, কার্যকর হয়েছে কয়টা মনে করে বলতে হবে।


সমাজের অধঃপতনের উদাহরণ এইগুলা, বিচ্ছিন্ন ঘটনা ভাবার কোনো কারণ নেই। এই দায় সরকার এড়াতে পারে না। সরকার বলতে শুধু জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা না, দলকানা না হয়ে প্রতিবাদ করুন।


অরিন তানবীমের ফেসবুক থেকে


বিবার্তা/বাণী/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com