পাকিস্তান থেকে গুড় নিয়ে মোংলায় ভিড়ল ডলফিন জাহাজ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৭
পাকিস্তান থেকে গুড় নিয়ে মোংলায় ভিড়ল ডলফিন জাহাজ
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারত ৫০ শতাংশ রফতানি শুল্ক বৃদ্ধি করায় বিকল্প ও সহজলভ্য হিসেবে এবার পাকিস্তান থেকে চিটাগুড় আমদানি করেছে বাংলাদেশ। যার প্রথম চালান নিয়ে বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম,টি ডলফিন-১৯।


জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে ৫ হাজার ৫শ মেট্টিক টন চিটাগুড় নিয়ে আসে। দুপুরে জাহাজ থেকে এ চিটাগুড় খালাস শুরু হয়েছে।


খালাস হওয়া এ চিটাগুড় মোংলা থেকে রেলপথে রেলযোগে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নেয়া হবে। সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।


এদিকে পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটাগুড় আমদানি হওয়ায় বিদেশি জাহাজের ক্যাপ্টেন, নাবিক, আমদানীকারক ও শিপিং এজেন্ট প্রতিনিধিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দর জেটিতে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিকুল ইসলাম সরকারসহ অন্যান্যরা।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com