
লালমনিরহাটে সোনালী ব্যাংকের একটি উপ-শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় তারা।
সোমবার (২৭ জানুয়ারি) রাত দেড়টার দিকে সদর উপজেলার বড়বাড়ি সোনালী ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রাত দেড়টার দিকে ব্যাংকের পিয়ন সন্দেহজনক শব্দ পেয়ে বিষয়টি বুঝতে পারেন এবং চিৎকার করেন। তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ব্যাংকের পেছনের দেয়ালে একটি সুড়ঙ্গ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে রাখে।
ব্যাংকে থাকা অর্থ লুট হয়েছে কি না, সে বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]