
দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলায় একদিনে ভিড়েছে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ।
সোমবার (২৭ জানুয়ারি) বন্দরের জেটিসহ বিভিন্ন পয়েন্টে ১৭টি বিদেশি জাহাজ অবস্থান করছে।
বন্দরের জেটিতে পানামা পতাকাবাহী জাহাজ এমভি কেএস প্রজেক্ট রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে ৯ নম্বর জেটিতে ভিড়েছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি মারসক নামক জাহাজটি ৭ নম্বর জেটিতে ও ভারতের পতাকাবাহী এমভি জাইরা নামক জাহাজটি ৬ নম্বর জেটিতে ভিড়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান জানান, এবছরে ২৭ জানুয়ারি পর্যন্ত বন্দরে ৭৪টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এ সব জাহাজে এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্য সামগ্রী ও রিকন্ডিশন গাড়ি ছিল।
বিবার্তা/জাহিদ/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]