
পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে টানা ছয় দিন ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে হিলি বন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন ইতিমধ্যে ভারতীয় রফতানি কারকদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং হিলি বন্দরের ব্যবসায়ীদের জানানো হয়েছে।
তার স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে হিলি বন্দর দিয়ে ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছয় দিন ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ তারিখ থেকে যথাসময়ে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল বলেন, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে সারাদেশে সরকারি ছুটি থাকবে। তবে এসময় আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বিবার্তা/রববানী/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]